ফের ভয়ংকর গুলির লড়াই ছত্তিশগড়ে,নকশাল নিধন, এনকাউন্টারে নিহত ৮ মাওবাদী

প্রতীকী

Newslife24.online Desk : ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল ছত্তিশগড়। শনিবার নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মারা গেছে অন্তত ৮ মাওমাদী। এই অভিযানে ১ জওয়ানও মারা গেছে । আহত দুজন। গত দুদিন ধরেই রাজ্যের মাড় ও নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছে মাওবাদীদের।
এর আগে গত ৮ জুন এনকাউন্টারে মারা যায় ৭ মাওবাদী। ওই অভিযানেও ৩ জওয়ান মারা যায়। তার আগে ২৩ মে নারায়ণপুর ও বিজাপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে হত্যা করা হয়েছিল ৭ মাওবাদী। ঘটনাস্থল থেকে সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার আগে ৩০ এপ্রিল নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তে তিন মহিলা-সহ ১০ মাওবাদী কে হত্যা করা হয় এনকাউন্টারে। সেই মাসেই কাঙ্কেরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় ২৯ মাওবাদী।
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই গোটা রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। লক্ষ্য ছিল মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে শান্তিপূর্ণভাবে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করা। যার সুফলও মিলেছে। চলতি বছর বহু নকশালকে হত্যা করা হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *