মোঃ অহিদুজ্জামান (রুমু) : সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত, প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী এবং সেনাপ্রধানকে নিয়ে ‘অশালীন মন্তব্যের’ অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে।
গত মঙ্গলবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি করা হয়।
মামলার বাদী হাফেজ মো. সাইফুদ্দিন (২৮) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি বেরুন্ন্য পাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক।
মামলায় যাকে আসামি করার আবেদন করা হয়েছে তার নাম মোকতার হোসেন (৫২)। পেশায় ব্যবসায়ী মোকতার ফটিকছড়ি উপজেলার পশ্চিম নানুপুর গ্রামের বাসিন্দা।
সাইবার ট্রাইব্যুনাল আইন ২০২৩ এর ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি করা হয়।
বাদীর আইনজীবী নাসির উদ্দিন আহামদ খান রনি বলেন, “আদালত অভিযোগটি আমলে নিয়ে তা তদন্ত করে ২৭ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।”
মামলার বাদী হাফেজ মো. সাইফুদ্দিন বলেন, “আসামি আমার ফেইসবুক ফ্রেন্ড। তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই। মূলত ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় আমি মামলা করেছি। একজন হাফেজ হিসেবে এটা করেছি। তার শাস্তি হওয়া উচিত।”
নিজের রাজনৈতিক পরিচয় থাকলেও সেটা এক্ষেত্রে মুখ্য নয় মন্তব্য করে সাইফুদ্দিন বলেন, “যে ভিডিও বক্তব্যের জন্য আমি মামলা করেছি সেটি আমি আদালতকে দেখিয়েছি। তিনি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।”
মামলার এজাহারে অভিযোগ করা হয়, এমডি হাসানা নামের নামের একটি ফেইসবুক আইডি থেকে গত ১৫ অগাস্ট ৭ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করা হয়।
“এতে ইসলাম ধর্ম, মুসলমান, পবিত্র কোরআনকে উদ্দেশ্য করে বক্তব্য প্রচার করা হয় যাতে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে।”
পাশাপাশি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী এবং সেনাপ্রধানের বিরুদ্ধে অশালীন এবং কুরুচিপূর্ণ মন্তব্য সেই ভিডিওতে করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।
সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।