সৌদি-আরবে পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে। এ লক্ষ্যে গত ৯ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী। মোট ৩২টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমান।

হজ বলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো ১২ হাজার ৬৪৯ হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশটিতে গেছেন ৩ হাজার ৭৪৭ জন। বাকি ৮ হাজার ৯০২ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন। এ ছাড়া এখন পর্যন্ত সর্বমোট ভিসা ইস্যু করা হয়েছে ৭৩ হাজার ৪৯৯টি।

এদিকে, সৌদি আরবে যাওয়া ৩২ হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি এবং সৌদি এয়ারলাইন্সের ৭টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, আগামী ২০ জুন থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ পালিত হতে পারে। এ লক্ষ্যে গত ৯ মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ১২ হাজার ৬৪৯ হজযাত্রী। মোট ৩২টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমান।

হজ বলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো ১২ হাজার ৬৪৯ হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশটিতে গেছেন ৩ হাজার ৭৪৭ জন। বাকি ৮ হাজার ৯০২ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন। এ ছাড়া এখন পর্যন্ত সর্বমোট ভিসা ইস্যু করা হয়েছে ৭৩ হাজার ৪৯৯টি।

এদিকে, সৌদি আরবে যাওয়া ৩২ হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ১৪টি এবং সৌদি এয়ারলাইন্সের ৭টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, আগামী ২০ জুন থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।

এর আগে গত ৯ মে থেকে শুরু হয়ে শুক্রবার (১০ মে) পর্যন্ত পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে পাড়ি জমান দেশের ৬ হাজার ৩৯২ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সে চারটি ফ্লাইটে ১ হাজার ৬৬৮ জন, সৌদি এয়ারলাইন্সের ১টি ফ্লাইটে ৪৪৫ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সে চারটি ফ্লাইটে ১ হাজার ৫১০ জন মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *