জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার প্রায় এক মাস পর গতকাল সোমবার দেশে এসে পৌঁছেছে জাহাজ এমভি আবদুল্লাহ। সোমবার সন্ধ্যা ছয়টায় পণ্যবাহী জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে রাখা হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে জাহাজটির ২৩ নাবিকের আজ মঙ্গলবার ঘরে ফেরার কথা রয়েছে। এমভি আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ জাহাজ থেকে হোয়াটসঅ্যাপ বার্তায় বলেন, ‘জাহাজটি সোমবার কুতুবদিয়ায় বন্দর জলসীমায় নোঙর করা হয়েছে। নাবিকেরা সবাই সুস্থ আছেন। আনুষ্ঠানিকতা শেষে কাল (আজ মঙ্গলবার) আমরা ছ
স্বজনদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না
সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি থাকা অবস্থায় ছেলে আইনুল হকের মা লুৎফে আরা বেগম এখন সন্তানের সঙ্গে দেখা করতে চাইবেন। দস্যুদের হাত থেকে মুক্তি পেলেও মায়ের অপেক্ষা করছিলেন। লুৎফে আরা বেগম ছেলের প্রিয় খাবার শুঁটকি ভর্তা এবং চিংড়ি মাছ রান্না করবেন। এক মাস আগেও চট্টগ্রাম নগরের আসকারদীঘির বাসায় লুৎফে আরা বেগমের উদ্বেগ–উৎকণ্ঠা ছিল। জিম্মিদশা শুরু হওয়ার পর তখন মায়ের অপেক্ষা ছিল কখন ফোন আসবে ছেলের। লুৎফে আরা বেগম এখন প্রতিদিনই হোয়াটসঅ্যাপে সন্তানের সঙ্গে কথা বলতেন, তবু মায়ের মন মানে না। নুর উদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস খুশির অপেক্ষায় আনন্দের প্রতীক্ষা করছেন। জান্নাতুল ফেরদৌস তার সন্তান সাদ বিন নুরকে বন্দর জেটিতে যাবার খুশি এবারের অপেক্ষা আনন্দের।