মোঃ অহিদুজ্জামান (রুমু) : প্রায় দেড় কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে শত্রুকে! এক গুলিতেই করতে পারে ধরাশায়ী। প্রাণঘাতী সেই .৩৮৮ লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল এখন তৈরি হচ্ছে ভারতে বেঙ্গালুরুরে। বেঙ্গালুরুরের এই ছোট অস্ত্র প্রস্তুতকারক এসএসএস ডিফেন্স তা রফতানিও শুরু করেছে।
ইতিমধ্যেই এসএসএস ডিফেন্স বিদেশে স্নাইপার রাইফেল রফতানির অর্ডার পেয়েছে বলে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে। যার অঙ্ক ৫ কোটি ডলার। ইতিমধ্যেই সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি ৩৮৮ লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল রফতানিও শুরু করেছে বেঙ্গালুরুর ওই সংস্থা। স্নাইপার রাইফেলের পাশাপাশি এসএসএস ডিফেন্স বিদেশ থেকে অন্য অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের অর্ডার পেয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি।
উল্লেখ থাকে যে, বেঙ্গালুরুর ৩৮৮ লাপুয়া ম্যাগনামের প্রায় এক দশক আগে পশ্চিমবঙ্গের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল ভারতের প্রথম স্নাইপার রাইফেল ‘ঘাতক’।