মোঃ অহিদুজ্জামান : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য বিএনপি এর উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ ২৩জুন, রবিবার, সন্ধ্যা ৭.১৫ ঘটিকা (বাদ আছর), পূর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে উক্ত মিলাদ ও দোয়া মাহফিল আয়োজিত হবে। যুক্তরাজ্য বিএনপি এর সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর পক্ষ থেকে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিতি থাকার জন্য সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী প্রবাসীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
উল্লেখ থাকে যে গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ৩টার পরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় প্রথমবারের মত অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়।সর্বশেষ খবরে জানা যায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর কাজ চলছে।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
বাংলাদেশের অগণতান্ত্রিক শাসক দল রাজনৈতিক প্রতিহিংসার মামলায় দীর্ঘদিন তাকে পরিত্যক্ত কারাগারে বিনা চিকিৎসায় আটকে রাখে এবং বর্তমানে জেল বন্দী থেকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে।
তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে দল ও পরিবারের পক্ষ থেকে বার বার সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি।
এদিকে বাংলাদেশে আজ রোববার রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। সেখানে বক্তব্য দিতে গিয়ে বেগম জিয়ার জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলা আলমগীর। তিনি বলেন, আজকে যে ভয়াবহ, যে ফ্যাসিস্ট সরকার, তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘকাল ধরে বেগম খালেদা জিয়া কারারুদ্ধ রয়েছেন। সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার জন্য কারাগারে আটক করে রাখা হয়েছে। তাকে বাসায় থাকার সুযোগ দেয়া হলেও পুরোপুরি তিনি অবরুদ্ধ এবং বন্দি আছেন।
বেগম জিয়ার চিকিৎসার অবহেলার বিষয়ে তিনি বলেন, অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকে তিনি অসুস্থ হয়েছেন। তার কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার অভিযোগ করেছেন। কিন্তু সরকার সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলা আলমগীর আরও বলেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া। বিনা চিকিৎসায় বন্দি অবস্থায় তিনি মৃত্যু শয্যায়। তার শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’ বলেও জানিয়েছেন তিনি।
বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় গত শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।